নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর তানোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। রোববার (০২ অক্টোবর) বেলা ১২টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিবা সিফাত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লা, পরিসংখ্যান অফিসার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার ফজলুল করিম প্রমুখ।
Leave a Reply