1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
রাত পোহালেই সদস্য পদে দুই সভাপতির ভোটের লড়াই - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

রাত পোহালেই সদস্য পদে দুই সভাপতির ভোটের লড়াই

  • প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

মিজানুর রহমান, তানোর : রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ১৭ অক্টোবর সোমবার বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবার ইভিএম মেশিনে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে তানোর উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রেও ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসি ক্যামেরা লাগানো সহ শেষ হয়েছে ভোট গ্রহণের সব প্রস্তুতি।
এই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে (তানোর উপজেলা) সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দুই সভাপতি। এই দুজন সহ এ ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী রয়েছেন চারজন। তাঁরা সকলেই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আলোচনায় কেন্দ্র থাকা প্রতিদ্বন্দ্বী দুই সভাপতির একজন হলেন মাইনুল ইসলাম স্বপন। তাঁর বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের চৌরখৈর গ্রামে। তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। নির্বাচনে তাঁর প্রতীক তালা। অপরজন হলেন, সাবেক জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট গোলাম মোস্তফা। তাঁর বাড়ি উপজেলার সাদিপুর গ্রামে। তিনি বর্তমানে এ উপজেলাধীন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি। নির্বাচনে তাঁর প্রতীক হাতি। তাঁরা দুজনই স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর অনুসারী নেতা হিসেবে পরিচিত। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনকে এবার সদস্য পদে সমর্থন দিয়েছেন স্থানীয় সাংসদ।
মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ‘আমি জনগণের সেবা করতে চাই। সে জন্য এবারও প্রার্থী হয়েছি। আশা করছি, ভোটাররা আমাকে বেছে নেবেন এবং আমি জয়ী হব। ইনশাল্লাহ।’
আর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন বলেন, ‘আমার অবস্থান ভালো। আশা করি নির্বাচনে জয়ী হব।’
এ দুই নম্বর ওয়ার্ডে সদস্য পদে তানোর উপজেলা ও মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের দুই সভাপতি ছাড়াও আর দুইজন প্রার্থী লড়াই করছেন। তাঁরা হলেন, জেলা সেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার। নির্বাচনে তাঁর প্রতীক টিউবওয়েল। অপরজন হলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক তানোর পৌরসভার কাউন্সিলর উজ্জল হোসেন। তাঁর প্রতীক বৈদ্যুতিক ফ্যান। এই দুইজন প্রার্থীও সদস্য পদে জয়ের ব্যাপারে আশাবাদী।
নির্বাচন প্রসঙ্গে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, সুষ্ঠু ভোটের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, তানোর উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়ন নিয়ে রাজশাহী জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্য ১২০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!