বকুল হোসেন, তানোর : শিক্ষকদের হাত ধরেই ‘শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে দিবসটি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজনে ও উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকদের উদ্যোগে জাতীয় শিক্ষক দিবস ২০২২ উদযাপিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর সরকারি আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান সেলী।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আঞ্জুমানয়ারা খাতুন প্রমুখ।
সভায় উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন