নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতায় আবাসন নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ের ৬টি বীর নিবাসের উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি)) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে পাঁচ হাজার বীর নিবাসের ভার্চুয়ালী উদ্বোধন করেন। এ সময় এই চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বীর নিবাসের উদ্বোধন ও চাবি হন্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাাথ, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, মৎস্য অফিসার বাবুল হোসেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের পরিবারের সদস্যরা ছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বীর নিবাস পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
Leave a Reply