নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, বিএমডিএ’র তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজ রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল করিম, অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম প্রমুখ।
পরে আলোচনা সভাশেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।
মুজিবননগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় প্রায় ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
Leave a Reply