1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
তানোরে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

তানোরে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর তানোরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ উপলক্ষে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মোহাম্মদ সুমন মিয়া’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম সরকার, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন প্রমুখ।
দিনব্যাপী এ প্রাণী প্রর্দশনীতে ৩২টি স্টল অংশ নেয়। এ স্টলে উপজেলার বিভিন্ন খামারীরা দেশি-বিদেশি প্রাণী গরু, ছাগল, লোটন কবুতর, বাজরিঘা পাখি, খরগোশ, কিং কবুতর, ভেড়া, অস্ট্রেলিয়ান গাভী, ঘুঘু ও তোতাপুরি ছাগল প্রদর্শিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!