নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বরিন সাহিত্য সংসদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌরসদরের পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কথাকার মঈন শেখ। কবি সেতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বরিন সাহিত্য সংসদের সম্পাদক কবি এমদাদুল হক রেজা।
এতে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ, বরিন সাহিত্য সংসদের উপদেষ্টা প্রভাত মৃধা, রায়হানুর রহমান বাবু, সাবেক সার্জেন্ট আলাল উদ্দিন, বেসরকারি সংস্থা বারসিকের কর্মকর্তা শহিদুল ইসলাম, অমৃত সরকার, উত্তম কুমার, চারণ কবি আফাজ কবিরাজ, কবি রকিব রাজ, খোশবর আলী, আলমাস আলী, এরশাদ আলী প্রমুখ।
সভার লুপ্তধানের রক্ষক, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত প্রয়াত কৃষক ইউসুফ মোল্লাকে নিয়ে ‘বরিনের বাতিঘর’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ নিয়ে আলোচনা করা হয়। সংখ্যাটি আগামী এপ্রিল মাসে প্রকাশিত হবে। এই স্মারক গ্রন্থ প্রকাশের জন্য মঈন শেখকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এছাড়াও আগামী ১১ মার্চ নাচোলের স্বপ্নপল্লীতে প্রয়াত ইউসুফ মোল্লা স্মরণে মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ মিলন মেলার মূল উদ্যোক্তার দায়িত্ব দেয়া হয় প্রয়াত ইউসুফ মোল্লার ছোট ভাই জাইদুর রহমানকে। শেষে স্বরচিত কবিতা পাঠ ও শাহীন আল ফারুকের বাঁশির সুর
উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন