তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলায় তুষার আলী (২৯) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার রায়তান আকচা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়তান আকচা এলাকায় তুষার নামের ওই যুবককে মাদক সেবন কালে হাতেনাতে আটক করা হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দন্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি বলেন, তুষারের বাবা-মা ইউএনও স্যারের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নিজ এলাকা থেকে ওই যুবককে আটক করে থানা পুলিশের একটি দল। পরে এ্যসিল্যান্ড স্যার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসেবী তুষারকে সাজা প্রদান করেন। দুপুর পর আইনী প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত তুষারকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply