নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গাঁজা সেবনের অভিযোগে ৩ জনকে আটক করে তাদের তিন মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন এই রায় দেন।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন, উপজেলার বানিয়াল গ্রামের মিন্টু (৩০) ও একই গ্রামের বাবু আহম্মেদ (২১) এবং চাঁদপুর গ্রামের সুফিয়ান ইসলাম (৩১)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, সোমবার দিনগত গভীর রাতে খবর আসে কিছু লোকজন তানোর পৌরসদরের থানা মোড় হতে মুন্ডুমালা রাস্তায় মাদকসেবন করছে। এ সময় ওই সড়কে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসেবিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন। একইসঙ্গে তাঁদের ১০০ টাকা করে জরিমানা করা হয়। ওসি আব্দুর রহিম আরও জানান, আসামিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারাগারে পাঠানো হয়েছে।
এ নিয়ে ইউএনও বিল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা, জনপ্রতিনিধিগণ ও আপামর জনসাধারণের সহায়তায় তানোরকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসন কাজ করে যাবে।
Leave a Reply