নিজস্ব প্রতিবেদক, তানোর : প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেলো রাজশাহীর তানোরে আরও ৩১৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ নিয়ে তানোরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চার ধাপে মোট ৬৪২টি পরিবার ভূমিসহ স্থায়ী ঘর পেলো, যাদের থাকার জন্য নিজের কোনো জায়গা ছিল না।
বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় এ উপজেলারও গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মাঝে ঘর বিতরণ করেন।
এ উপলক্ষে তানোর উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুতফুর হায়দার রশিদ ময়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং উপকারভোগী মানুষেরা উপস্থিত ছিলেন।
শেষে উপজেলার ৬০ জন অসহায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন গৃহের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply