তানোর (রাজশাহী) প্রতিনিধি :রাজশাহীর তানোরে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় তানোর পৌরসভার হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ও স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় শিশু ও যুব ফোরামের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ সভায় সভাপতিত্ব করেন, তানোর এপি ওয়ার্ল্ড ভিশন সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. লরেন্স মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার মেয়র ইমরুল।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার কাউন্সিলর নাজিম উদ্দিন, তানোর এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, বিকাশ বিশ্বাস, নিকোলাস ঢালী, ঝুনু লিমা বৈদ্য, জুনিয়র প্রোগ্রাম অফিসার প্রেস রোজি হালদার সহ অনেকে।
সভায় বক্তারা বলেন- বাল্য বিবাহ আইনত দন্ডনীয় অপরাধ। বাল্য বিবাহের কুফল শুধু একটি পরিবারের উপর নয়, সমাজ তথা রাষ্ট্রের উপর ভয়াবহ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাই আমাদের এ ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে, এ বিষয়ে শক্ত জনমত গড়ে তুলতে হবে। তবেই এই দেশ উন্নয়নে নারী ও পুরুষ সকলে মূখ্য ভূমিকা রাখতে সচেষ্ট হবেন।
Leave a Reply