রাজশাহী ট্রিবিউন২৪ ডেস্ক :যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। গত বছর দেশটিতে ৪৯ হাজার ৪৪৯ জন আত্মহত্যা করেছে যা আগে বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্র (সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সংস্থাটির বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্বাস্থ্য ও মানবিক সেবা বিষয়ক মন্ত্রী জ্যাভিয়ের বেকেরা বলেছেন,যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জনের ৯ জনই বিশ্বাস করেন মার্কিনিরা মানসিক সমস্যা আছেঅনেকে মনে করেন সাহায্য চাইতে গেলে নিজেকে দুর্বল বলে প্রমাণ করা হবে। এজন্য মানসিক সমস্যা আরও প্রকট হয়েছে। এই সমস্যা ও আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি ২৫ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে। যা আগের বছরের চেয়ে দশমিক ৭ শতাংশ বেশি।
মার্কিন সার্জন জেনারেল বিবেক মুর্তি বলেন, মানসিক স্বাস্থ্য এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এর বিরুদ্ধে সবাই যেন একা একা লড়ছেআমেরিকান ফাউন্ডেশন ফর সুইসাইড প্রিভেনশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানায়, আত্মহত্যা বাড়ার আরেকটি বড় কারণ হচ্ছে অস্ত্রের সহজলভ্যতা।
সূত্র : আমাদের সময়।
Leave a Reply