আবির হোসেন সজল, লালমনিরহাট :আজ (সোমবার ১৫ আগস্ট,) জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালী জাতির মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জনাব আ. ন. ম. নিয়ামত উল্লাহ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ সদর থানা, আরআই পুলিশ লাইন্স সহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম, লালমনিরহাটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন। সর্বশেষ তিনি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষাসামগ্রী বিতরন করেন।
চিরন্তন চিরঞ্জীব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং রূপকার। বিশ্বব্যাপী নন্দিত চরিত্র আমাদের জাতির পিতা। তাঁর প্রগাঢ় দেশপ্রেম, অমিত আত্মবিশ্বাস, অতি-মানবীয় নেতৃত্ব, অপরিসীম আত্মত্যাগ আমাদের এনে দিয়েছে একটি অখণ্ড মানচিত্র, লাল-সবুজ পতাকা, জাতির অস্তিত্ব।
বাঙালীর পরম আত্মীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চেতনায় চিরভাস্বর। খুনীরা ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করে দৈহিক সত্তা কেড়ে নিয়েছে, কিন্তু মৃত্যুঞ্জয়ী পিতাকে মারতে পারেনি। তিনি বাংলাদেশের মানুষের অবিচ্ছিন্ন ধমনী-স্পন্দন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। প্রতিক্রিয়াশীল শক্তি বারবার হিংস্র থাবায় জাতির পিতাকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে চেয়েছে, কিন্তু সূর্যের মতে দেদীপ্যমান বাঙালি জাতিসত্তার অস্তিত্ব বঙ্গবন্ধু আমাদের অন্তহীন প্রেরণার উৎস। চেতনায়, বিশ্বাসে, ভাবনায় আমাদের প্রতিটি অণু-পরমাণুর অংশীদার। শোক হোক শক্তি। জাতির পিতাকে হারানোর শোক হতে উদ্ভূত শক্তিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহীদের প্রতি জেলা পুলিশ লালমনিরহাটের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা।
Leave a Reply