নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘১৮ বছরের আগে বিয়ে নয়, একুশের আগে সন্তান নয়, বাল্যবিয়ে সামাজিক ব্যাধি, সবাই মিলে বাল্যবিয়ে প্রতিরোধ করি’ এ স্লোগানে বাল্যবিবাহ রোধে রাজশাহীর তানোরে উপজেলা চত্বরের মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথ করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন।
বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর প্রোগ্রাম কার্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা শেষে এ শপথ বাক্য পড়ান ইউএনও। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
ওয়ার্ল্ড ভিশন তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি: বিমল জেমস্ কস্তার সঞ্চলনায় আয়োজিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য আবুল বাশার সুজন প্রমুখ।
এ সময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও ধর্মীয় নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরাম প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply