রাজশাহী ট্রিবিউন২৪ ডেস্ক :যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ সংক্রান্ত মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী বছরের মার্চে শুরু হবে। ট্রাম্পের আইনজীবী এ বিচারকাজ ২০২৬ সালে শুরুর আবেদন করলে আদালত তা প্রত্যাখ্যান করে এ রায় দেন।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ তানয়া চুটকান নির্বাচনে হস্তক্ষেপ মামলার বিচার শুরু হওয়ার সময় জানিয়েছেন। রায়ে বলা হয়, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পালটে দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী ৪ মার্চ শুরু হবে।
এদিন আদালতে বিচারকাজ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত স্থগিত রাখতে আবেদন করেন ট্রাম্পের আইনজীবী। ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হওয়ার লড়াইয়ে ব্যস্ত থাকবেন উল্লেখ করে এ আবেদন করা হয়। যদিও তা প্রত্যাখ্যান করেছেন বিচারক।
এ রায়ের মধ্য দিয়ে সুপার টুয়েসডের আগের দিন ট্রাম্পের বিচার শুরুর দিন নির্ধারণ করা হলো। আগামী বছরের ৫ মার্চ যুক্তরাষ্ট্রের ১২টির বেশি রাজ্যের ভোটাররা তাদের দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী বেছে নিতে ভোট দিতে যাবেন। ২০২৪-এর নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় মনোনয়ন প্রার্থী। তবে মার্চে বিচার কাজ শুরু হওয়ায় ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা বেশি।
ট্রাম্পের বিরুদ্ধে চারটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র। যদিও নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
সূত্র : যুগান্তর।
Leave a Reply