1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
মোহনপুরে পান চাষে বিপ্লব - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :

মোহনপুরে পান চাষে বিপ্লব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

আতাউর রহমান পলাশ,মোহনপুর: পান বাংলাদেশের অর্থকরী ফসলের অন্যতম। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি পান রপ্তানি করে বিপুল বৈদেশি অর্থ উপার্জন হয়।আর এ পান চাষে বিপ্লব ঘটেছে রাজশাহীর মোহনপুর উপজেলায়।আনুপাতিক আয়তনে ছোট  এ উপজেলায় এমন গ্রাম খুঁজে পাওয়া যাবেনা যেখানে পান বরজ নেই।

 

এখানকার সুমিষ্ট পানের জুড়ি নেই। অধিক লাভের আশায় বুক বেধেছেন চাষিরা। উর্বরা শক্তির কারণে এখানে যুগ যুগ ধরে পানের চাষ হয়ে আসছে। পানচাষের মাধ্যমে জীবিকা নির্বাহের পাশাপাশি অনেকেই স্বাবলম্বী হয়েছেন। বিগত কয়েক বছর ধরে পানের ভাল দাম পাওয়া যাচ্ছে। এজন্য অনেকেই বাণিজ্যিকভাবে পানচাষ করছেন। জেলার সর্বাধিক পান উৎপাদন হয় মোহনপুরে।

 

সম্ভাবনাময় পানের অর্থনীতিকে আরো সম্প্রসারণে মোহনপুরে ‘পান গবেষণাকেন্দ্র’ স্হাপনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

শুধুমাত্র মোহনপুরেই প্রায় ১৩১৭ হেক্টর জমিতে পানের চাষ করা হয়। পান উৎপাদনের পরিমাণ ২১০৭২ মেট্রিক টণ। যার আনুমানিক মূল্য ৬০৭ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৫শ টাকা।

মোহনপুর উপজেলার সর্বত্রই পানের চাষাবাদ হলেও মৌগাছি, মতিহার, ধুরইলসহ কেশরহাট পৌর এলাকা উল্লেখযোগ্য। এখানকার উৎপাদিত পান বাজারজাত করতে উপজেলার মৌগাছি হাট, একদিলতলা হাট, পাকুড়িয়া হাট, মহব্বতপুর হাট, বাকশিমইল হাট, ধুরইল হাটসহ অন্তত ১০টি স্থানে প্রতিদিনই পানের বেঁচা-কেনা হয়। আর এসকল হাটে পান কিনতে আসেন ঢাকাসহ চট্টগ্রাম , নওগাঁ, রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, চাঁপাই নবাববগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা।

 

উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার হরিদাগাছি৷ গ্রামের পান চাষি মোস্তফা কামাল জানান, পান চাষ আমাদের বংশীয় ঐতিহ্য। বহুকাল হতে আমরা পানচাষের সঙ্গে সম্পৃক্ত। আমার দাদার পরে বাবা পানচাষ করেছেন। আমিও দীর্ঘ ২০ বছর ধরে পানের চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি।

এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি অফিসার মোস্তাকিমা খাতুন বলেন, মোহনপুর পানের একটি সম্ভাবনাময় এলাকা। এ সুযোগকে কাজে লাগাতে সরকারিভাবে নানা উদ্যোগ নেয়া হয়েছে। কৃষি বিভাগের সুপারিশের ভিত্তিতে প্রায় ৩ মাস আগে মন্ত্রণালয় হতে মোহনপুরে পান গবেষণাগার স্থাপনের জন্য স্থান পরিদর্শন করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!