নিজস্ব প্রতিনিধি,তানোর :দলীয় গঠনতন্ত্রের নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর তানোর পৌরসভা যুবলীগের কমিটি গঠন বন্ধ চেয়ে জেলা নেতৃবৃন্দের কাছে চিঠি পাঠিয়েছেন তানোর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গত শুক্রবার যুবলীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ দলীয় গঠনতন্ত্রের নির্দেশনা বাহিরে কোন সম্মেলন না করতে তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি-সম্পাদককে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছেন। এরআগে, গত ২৯ আগস্ট বুধবার এ চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।
চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করে তানোর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো জানান, তানোর উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি ও সম্পাদককে এখন থেকে গঠনতন্ত্রের নির্দেশনা মোতাবেক কমিটি গঠন করতে বলা হয়েছে। তবে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় গত ১ সেপ্টেম্বর একই মঞ্চে তানোর পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হলেও পৌর যুবলীগের কমিটি গঠন করতে পারেননি তিনি।
পৌর যুবলীগ সভাপতি হিরো আরও বলেন, স্ব-স্ব দর্লীয় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কোনোরূপ যোগাযোগ-পরামর্শ না করে স্থানীয় সংসদ সদস্য একতরফাভাবে গঠনতন্ত্র অমান্য করে একই মঞ্চে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করছেন, যা দলকে দ্বিধা-বিভক্ত করতে উৎসাহিত করছে। এমনকি এখানে সাংগঠনিক দায়িত্বশীল কোন নেতার উপস্থিতি ছাড়াই এ সকল কমিটি গঠন করা হচ্ছে। তৃণমূলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে; যা সংগঠনের জন্য শুভকর নয় এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরুপ প্রভাব পড়বে।
এ বিষয়ে জানতে কয়েকবার উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নাকে মোবাইলে ফোন দেয়া হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
এ নিয়ে রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু বলেন, আগামী দিনগুলোতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রের বিধান লঙ্ঘন করে সাংগঠনিক কর্মকান্ড থেকে বিরত থাকতে উপজেলা নেতৃবৃন্দকে মোখিকভাবে জানানো হয়েছে।
Leave a Reply