রাজশাহী ট্রিবিউন২৪ ডেস্ক :বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন না দলের লিওনেল মেসি। সুপারস্টারকে ছাড়াই বড় জয় তুলে নিয়েছে স্কালোনির শিষ্যরা। লাপাজের সাড়ে ৩ হাজার মিটার উচ্চতায় জিতেছে ৩-০ গোলে।
মঙ্গলবার এস্তাদিও হার্নান্দো সাইলস স্টেডিয়ামে ৬০ শতাংশ বলই দখলে ছিল আর্জেন্টিনার। ৩৯ মিনিটে দুই হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বলিভিয়ার রবার্তো ফার্নান্দেজকে।
ঘরের মাঠের বিরূপ পরিস্থিতি দিয়ে প্রতিপক্ষকে কাবু করা তো দূরে থাক, স্বাগতিকরা উল্টো ১০ জনের দল নিয়ে আরও চাপে পড়ে যায়।
ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলটি করেন এনজো ফার্নান্দেজ। ৪২ মিনিটে নিকোলাস ত্যাগলিয়াফিকো ব্যবধান বাড়ান। প্রথম দুটি গোলেই অ্যাসিস্ট করেন ডি মারিয়া।
৮৩তম মিনিটে এজেকুয়েল পালাসিওসের পাসে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন নিকোলাস গঞ্জালেস।
লাতিন আমেরিকার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে শতভাগ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।
সূত্র : প্রতিদিনের বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন