1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
ঠাকুরগাঁওয়ের রহিমানপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা  - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রহিমানপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা 

  • প্রকাশিত : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত

মোঃ মজিবর রহমান শেখ:ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রাম বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষনা ও উদ্যাপন করা হয়। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, ভিডিসি, শিশু ও যুব ফোরামের যৌথ আয়োজনে আলোচনা সভায় রহিমানপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহমান, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডী, প্রোগ্রাম অফিসার ডমিনিক রিবেরু, রহিমানপুর ভিডিসি সভাপতি মো: আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মো: ফজলে রাব্বি, গ্রাম উন্নয়ন কমিটির সহ -সভাপতি কৃষ্ণা রাণী, ইয়্যুথ ফোরামের সভাপতি রেমি আক্তার প্রমুখ। এ সময় ২ শতাধিক যুব ও শিশু ফোরামের সদস্য, সংস্থার ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের বিভিন্ন কর্মকর্তা, অভিভাবক, এলাকার নারী-পুরুষ ও চাইল্ড ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!