আমিনুল ইসলাম,গোমস্তাপুর :তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে। এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবেনা । আগুন সন্ত্রাসের পথ ছেড়ে দিয়ে সাধারণ জনগণের পাশে আসুন আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান। কথ গুলো বললেন চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য , চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামিলীগ সভাপতি মুঃ জিয়াউর রহমান।
তিনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা হরিষপুর কেজিপিএস থেকে মাকলাহাট পর্যন্ত ১০০০ মিটার রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত জনগণের মাঝে প্রধান অতিথির
বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, পার্বতীপুর সাবেক চেয়ারম্যান মোজাহারুল হক, পার্বতীপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জমশেদ আলী সর্দার, সাধারণ সম্পাদক ইমরান আলি সর্দার, সাংশৈল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ জীবন আহমেদ, রহনপুর পৌর ছাত্রলীগ সভাপতি এন্তাজুল হক, পার্বতীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এছাড়া তিনি বড়দাদপুর হইতে কাশরইল ভায়া কোলহা পাড়া, সুবইল পর্য়ন্ত ১০০০ মিটার রাস্তা, বড়দাদপুর কেজিপিএস হতে মাকলাহাট ভায়া সাতশালা পর্যন্ত ১০২০ মিটার, ও দেওপুরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন, রহনপুর ইউনিয়নের বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ষাড়বুরজ পাথরপুজা পর্যন্ত ৮০০ মিটার রাস্তা ও রাধানগর ইউনিয়নের তেঘরিয়া রাস্তা উদ্ভোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলি প্রাং, গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, উপ সহকারী প্রোকৌশলী হাসানুজ্জামান, ফরিদ হোসেন ডেভিড, মনিরল ইসলাম সুজন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন