নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে অর্কিড সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বেলা ৩টায় তানোর পৌরসদরের মমতাজ ভিলায় অস্থায়ী প্রধান কার্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
দুপুরে অস্থায়ী শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে এই কর্মসূচির শুরু হয়। এরপর অর্কিড সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সালমা সুলতানা, অর্থ সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক হোসনিয়ারা, সাংগঠনিক সম্পাদক নাসিরা বেগমসহ অন্য সদস্যরা মিলে কেক কাটেন।
কেক কাটার পর আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই শেখ রাসেলের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় মূল আলোচক হিসেবে শেখ রাসেলের জীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, অর্কিড স্কুল এন্ড কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এরফান আলী সরকার।
আলোচনসভা শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এসময়ে অর্কিড সমাজ উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ ছাড়াও অর্কিড স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#
Leave a Reply