1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
সরকারি মেডিক্যাল কলেজে আসন বাড়ল ১০৩০টি - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

সরকারি মেডিক্যাল কলেজে আসন বাড়ল ১০৩০টি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

রাজশাহী ট্রিবিউন২৪ ডেস্ক : দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ১ হাজার ৩০টি আসন বাড়িয়েছে সরকার। এ নিয়ে মোট আসন সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ হাজার ৩৮০টি। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছুরা বর্ধিত আসনে ভর্তি হতে পারবেন।

রবিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।দেশে সরকারি মেডিক্যাল কলেজের আসন সংখ্যা এতদিন ছিল চার হাজার ৩৫০টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি সরকারি মেডিক্যালে আসন বাড়ছে ২০ থেকে ৬০টি পর্যন্ত। নতুন মেডিক্যাল কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬০টি আসন বাড়ানো হয়েছে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজে।

এছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে ৫০টি, হবিগঞ্জের শেখ হাসিনা মেডিক্যাল কলেজে ৪৯টি, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ জামালপুর ও টাঙ্গাইল, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ এবং কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ৩৫টি করে আসন বাড়ানো হয়েছে।

সূত্র : কালের কন্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!