1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
হরতালের সকালে যথাসময়ে ছাড়ছে ট্রেন - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

হরতালের সকালে যথাসময়ে ছাড়ছে ট্রেন

  • প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

রাজশাহী ট্রিবিউন২৪ ডেস্ক : দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলছে। তবে এর প্রভাবে ট্রেনের শিডিউলে কোনও বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়ের ৫-১০ মিনিটের মধ্যেই ছেড়েছে প্রতিটা ট্রেন।রোববার (২৯ অক্টোবর) সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই যথাসময়ে প্লাটফর্ম ছেড়ে গন্তব্যে রওনা দিয়েছে প্রতিটি ট্রেন। শিডিউল বিপর্যয় হওয়ার মতো ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক।

জামালপুরগামী তিস্তা ট্রেনের স্টাফ অনিক ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে কোনো ট্রেন দেরিতে ছাড়েনি। হরতাল থাকলেও তার প্রভাব এতে পড়েনি।তবে যাত্রীসংখ্যা কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় টিকিটের যাত্রী ছাড়া আজ স্ট্যান্ডিং যাত্রী কম। হরতালের কারণে অনেকেই আসতে পারছেন না। তাছাড়া সমাবেশ উপলক্ষ্যে প্রতিটা ট্রেনের একদম ছাদ ভরে লোক এসেছিল, এখন সেসব ট্রেন ফাঁকাই যাচ্ছে।এদিকে সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে পুলিশের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সন্দেহভাজন কাউকে পেলে জিজ্ঞাসবাদ করছেন তারা। তাছাড়া সক্রিয় রেলওয়ে পুলিশও।

কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, হরতাল উপলক্ষ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা তৎপর আছি। সার্বক্ষণিক পুলিশ কর্মকর্তারা স্টেশনে টহল দিচ্ছেন।তবে হরতালের কারণে রাস্তায় গণপরিবহন কম থাকায় যথাসময়ে ট্রেন ধরতে পারেননি কেউ কেউ। তাদেরই একজন রামপুরার বাসিন্দা আকরাম হোসেন। পরিবার নিয়ে জামালপুর যাবেন তিনি। কিন্তু যথাসময়ে আসতে না পারায় ট্রেন মিস করেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ট্রেন ছিল। ভেবেছিলাম টাইমলি আসতে পারবো। কিন্তু রাস্তায় বাস ছিল না। পরে সিএনজি দিয়ে এসেছি। কিন্তু তাও ট্রেন মিস হয়ে গেছে। এখন পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছি।

অপরদিকে সকাল থেকেই রাজধানীর সড়ক-মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। তবে গণপরিবহণ কম হলেও ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়ছে। অনেকক্ষণ বিরতি দিয়ে যে একটি গণপরিবহন বাস স্টপেজে থামছে তাতে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে উঠতে দেখা গেছে।গণপরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, হরতালের কারণে রাস্তায় গাড়ির সংখ্যা কম। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গাড়ি নামানো হচ্ছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তারা বলছেন, জনগণের জানমালের ক্ষতি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যদি কেউ করার চেষ্টা করে তাহলে আইন মতো ব্যবস্থা নেওয়া হেবে।

সূত্র : ঢাকা পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!