রাজশাহী ট্রিবিউন২৪ ডেস্ক :চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২য় দিনের মতো ভারত থেকে আলু আমদানি হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল থেকে ৫১৮ মেট্রিক টন আলু বন্দরে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ।
তিনি জানান, সারাদিনে আলু ভর্তি ১৯ ভারতীয় ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে। এতে মোট আলু এসেছে ৫১৮ মেট্রিক টন। পর্যায়ক্রমে আরও আসবে।
এদিকে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেড ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সারাদিনে ১৯ ট্রাক আলু পানামায় প্রবেশ করায় খুচরা বাজারে কেজিতে এর দাম কমেছে ১০-১২ টাকা।। এভাবে আলু আমদানি হলে স্থানীয় বাজারে দাম অনেকটাই কমে আসবে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, শুক্রবার প্রতি কেজি আলু ৬০ টাকা দিয়ে কিনেছি। শনিবার বাজারে আলু বিক্রি হচ্ছে ৪২-৪৫ টাকা। ভারত থেকে আলু আমদানির খবরে কমে গেছে দাম।
সূত্র : আরটিভি
Leave a Reply