1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
নাচোলে মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

নাচোলে মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

 মোঃ ইব্রাহীম, নাচোল– চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে হলুদ রঙে ছেয়েগেছে সরিসা ক্ষেত। তীব্র শীতেও সরিসা ক্ষেতে মৌমাছির গুনগুন শব্দে এক মায়াবী আবেশের সৃষ্টি করেছে। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর সরিসার বাম্পার ফলনের আশা করেছে কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, গত ২০২২-২০২৩ অর্থ বছরে সরিসার আবাদ হয়েছিল ৮১০০ হেক্টোর। সরিসার ভাল বাজারমূল্য পাওয়ায় চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে নাচোল উপজেলায় ৯০৫০ হেক্টোর আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আবাদ হয়েছে।

তিনি আরও জানান, এবছর সরকারী প্রনোদনার আওতায় উপজেলায় সাত হাজার সরিসা চাষীকে এক কেজি করে সরিসাবীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বীনামুল্যে প্রদান করা হয়েছে। উত্তর চন্ডিপুর ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার রাকিবুল হাসান জানান, তার ব্লকে এবছর ১২২০ হেক্টোর সরিসা আবাদ হয়েছে।উপজেলার ভুজইল গ্রামের কৃষক আব্দুল বারি জানান, তিনি এবছর ৪০ বিঘা ও নাসিরাবাদ গ্রামের আব্দুস সালাম ৩৫ বিঘা সরিসা আবাদ করেছেন। এবছর রবি মৌসুমে উপজেলায় বারি-১৪ জাতের ৭৯২৫, বারি-৯ জাতের ১২৫, বারি-১৭ জাতের ১৫০, বীনা-৯ জাতের ১০০, বীনা-১১ জাতের ১০, টরে-৭ জাতের ১২৫, টরে-১৫ জাতের ৬১৫ হেক্টের জমিতে সরিসার আবাদ হয়েছে।

এদিকে তীব্র শীত উপেক্ষা করে মৌচাষী ঝিকড়া গ্রামের খলিলুর রহমান, সোনাইচন্ডি গ্রামের খাইরুল ইসলাম ও নেজামপুর পূর্বপাড়া গ্রামের আতাউর রহমান সরিসা ক্ষেতের আশেপাশে তাদের মৌবাক্স রেখে মধু আহরণে ব্যস্ত সময় পার করেছেন। এতে করে সরিসার পতঙ্গ পরাগায়ন কাজে সহায়ক হচ্ছে। তবে তীব্র শীতে মৌমাছি বের হতে পারছেনা, তাই পতঙ্গ পরাগায়ন ব্যবহত হচ্ছে। তবে আবহা অনুকুলে এবছর সরিসার বাম্পার ফলন আশা করেছে কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!