সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া(খুলনা) :খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের আঁধারমানিক গ্রামে এ,কে বি,কে মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। ১৯৮৬ সালে কয়েকটি গ্রামের নামের প্রথম অক্ষর দিয়ে এ,কে,বি,কে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত। স্থানীয় ও এলাকা বাসীসুত্রে জানা যায় ১৯৮৬ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হলেও আজ ও স্কুলের তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।
এই স্কুলটি যাতে ৪ তলা বিশিষ্ট বিল্ডিংয়ে পরিনত হয় তার জন্য মাননীয় ভূমিমন্ত্রীর সূদৃষ্টি কামনা করে এলাকাবাসী। গত ৪ ও ৫ ই ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রিড়ানুষ্ঠানে প্রথম, দ্বিতীয় তৃতীয় হওয়া প্রত্যেক ছাত্র ছাত্রীদের পুরষ্কার দিয়ে শিশুদের মনোবল বৃদ্ধি করেন স্কুলের শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে এ,কে,বিকে মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপক কুমার সরদার, স্কুলের সভাপতি বিষ্ণু পদ মন্ডল সহ দেবব্রত মন্ডল উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ,অভিভাবক বৃন্দ,সকল ছাত্র ছাত্রী বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত মা অভিভাবক বৃন্দও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মধূসূদন মন্ডল। সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা ও অনুষ্ঠনটি সমাপ্তি ঘোষনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপক কুমার সরদার।
Leave a Reply