নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রাশিদ ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সভাশেষে একইস্থানে পর্যায়ক্রমে উপজেলা মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা, যৌতুক নিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা, চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা এবং আইনগত সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন