কাওছার হাবিব- পত্নীতলা :আমের রাজধানী হিসেবে যখন পরিচিতি নওগাঁ। আর নওগাঁর উপজেলা গুলো আম নিয়েই যখন আমের জন্য বিখ্যাত। সেই নওগাঁর পত্নীতলায় আগাম দেখা দিয়েছে আমের মুকুল। বেশ কিছু এলাকায় আমের গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। বাতাসে বইছে আমের মুকুলের মৌ মৌ সুবাস। পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকায় এখন শোভা পাচ্ছে আমের মুকুল।
সেই মুকুলের পরিমাণ কম হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে বাতাসে। তবে আর কিছু দিনের মধ্যে গাছগুলোতে পুরো দমে আসতে শুরু করবে আমের মুকুল। আর সে জন্য আগেই বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।
বাগান মালিকরা জানান, কিছু গাছে অনেক আগে থেকেই মুকুল দেখা দিয়েছে। তাই জোরেশোরে নিচ্ছেন বাগানের পরিচর্যা। পত্নীতলা এলাকার আম চাষীরা বলেন, আগাম মুকুল দেখা পাওয়ায় মনটা ভালোই লাগছে।
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন