রাজশাহী ট্রিবিউন২৪ ডেস্ক :মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের এক নম্বর বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে ছেড়ে যায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি।
পরে রাত সাড়ে ৮টায় হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।
সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের বাসায় গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুস সালাম।
এর আগে দুপুরে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
সূত্র : বাংলা নিউজ২৪.
Leave a Reply