মেলা শেষে হারায় অনেকেই;
প্রিয় মুখ , ছোট্ট বেলার শখের মুখোশ।
কিংবা পথে চলতে থাকা জীবনের জরুরী অসুখ ,
হারাচ্ছি ভিড়- এবার দীর্ঘ তালিকায় তুমি বিলীন।
হারাতে হারাতে আমার কিচ্ছু ভালো লাগে না।
ভালো লাগে না শৈশব হাতরে বেড়ানো স্মৃতি।
তুমুল বিরক্ত লাগে শ্বাসকষ্ট –
কিংবা জীবন সম্পর্কিত হিসাবের বোঝা।
নিজস্ব মুগ্ধতার নদী সেই কবে মরে গ্যাছে,
কাঠফাঁটা মাটি আয়তনের হিসেব বড় করেছে-
মুগ্ধতার মরীচিকা পৃথিবীর কাছে বিষ্ময় করেছি আমি।
চাইলে এবার নিতেই পারো জীবনের দামে দুঃখের সাঁকো।
মনে রেখেছো কী রাত, রন্ধ্রে রন্ধ্রে তোমার’ই ছিলাম।
এবার নক্ষত্র খোঁসে গেলে কাঁদো তুমি রাত।
জীবনের ডামাডোলে হও কুপোকাত।
ছুটে চলো বকুলের তলে – রং হারাবে কি জীবনের মানে?
এস্থেটিক আয়োজন বৃথা এবার,
সব কিছু ছেড়ে গেলে পাখিরও থাকে পালাবার।
Leave a Reply