ধামইরাহাট(নওগাঁ) :বাল্যবিয়ে রুখবো স্বপ্নের পথে হাঁটবো, এই প্রতিপাদ্য কে সামনে রেখে অদ্য ২০ মে নওগাঁর ধামইরহাট উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় বাল্য বিবাহ প্রতিরোধে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
দুপর দুপুর ১২,৩০ ঘটিকায় উক্ত বিদ্যালয়ের সকল শ্রেনীকক্ষে উপজেলা যুব ফোরাম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এরিয়া প্রোগ্রামের উমার ইউনিয়নের সহায়তাকারীগন সেশন পরিচালনার মাধ্যমে বাল্যবিবাহের কুফল, ভয়াবহতা,শাস্তির বিধান, মাদক প্রতিরোধ ও স্মার্ট স্কুল প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, উপজেলা যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল প্রমুখ।
শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মাদকের কুফল আলোচনা ও স্মার্ট স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে এমন প্রচারাভিযান বলে জানান আয়োজন বৃন্দ।
Leave a Reply