জ্বর ভর্তি শরীর ,
আবোল তাবোল শব্দের ভায়োলিন।
মাথায় ঝিঁঝিঁ পোকার গান।
বেঁচে থাকা তালগোল পাকায়;
অথচ নিজেকে অযত্নে – অবহেলায় বাঁচিয়ে রাখি ।
আমার বাঁচার ইচ্ছে নেই, চলে যাবার অধিকার নেই।
মিডলাইফ ক্রাইসিস;
তারপর পুরোপুরি নিঃস্ব কোনো এক সন্ধ্যায়।
তবুও তুমি বোধহয় জানতে পারোনি ঈশ্বর।
কতটা পুড়ে গিয়েও বাঁচি ;
নিঃসঙ্গ মানুষ কি সবসময় একাকী?
আমার জানা দরকার ; অথচ আমি জানবো না কখনোই।
Leave a Reply