আমি আসলেই নোই কারো!
আমি ভেঙে যাই,ভেঙে চুড়ে যাই,
লাগি না জোড়া, আবারো।
আমি নিঃসঙ্গতা চিনি,
জানি, সঙ্গ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কি!
আমি ভাঙ্গা রাস্তার টুকরো পাথর,
স্তূপ করে রাখা ইটের পাহাড়,
সমবেদনায় কুণ্ঠিত হই
আমি আসলেই তোমাদের নোই ।
সংগোপনের নিরস সুর
পান করি আমি রোজ।
এই হাহাকার মাঝে, মলিন অনল
প্রতিদিন নেই খোঁজ।
অবহেলা কি! আমি জানি।
বন্ধ ওষ্ঠে, রুদ্ধ কণ্ঠের কাতরতা আমি শুনি,
আমি পৌঁছে গিয়েও, ফিরে আসা কি জানি।
গন্তব্যের শেষটা দেখেও, শেষ না হওয়া জানি।
আমি কাঠফাটা রোদে দুপুরলতা হয়ে ফুটে রোই
আমি আসলেই তোমাদের নোই ।
অজানার ভিড়ে ভেসে থাকি,
না ডুবেও যাই ভিজে,
নিয়তির যত খামখেয়ালি
শূন্যের মাঝে ঘুরছি তবু
চলেছি নিজের খোঁজে।
Leave a Reply