নিজস্ব প্রতিবেদক, তানোর : সলুয়া বহুমুখী উন্নয়ন সংস্থা (সবিউস) এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। গত বৃহস্পতিবার (১ আগষ্ট) তানোর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সংস্থাটির পক্ষ থেকে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সলুয়া বহুমুখী উন্নয়ন সংস্থা’র (সবিউস) নির্বাহী পরিচালক নুরুন্নবী মাসুদ। এতে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তানভীর রেজা। বিশেষ অতিথি ছিলেন তানোর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা মো. এখলাছুর রহমান, সবিউসের তানোর শাখা ব্যবস্থাপক এমবাবু হক প্রমুখ।
Leave a Reply