শিমুল খান সজিব বাগমারা প্রতিনিধি :রবিবার বিকেলে বিলমাললী বিলে মৎস্যজীবী ও কৃষকদের ব্যানারে দেওপাড়া বিলমালরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন হতে প্রভাবশালীদের কবজা থেকে বিল উন্মুক্তের জোর দাবী জানান বিলের চাপাশের সর্ব সাধারণ।মৎস্যজীবীরা জানান, বিলে মৎস্য শিকার করতে না পারায়, পরিবার পরিজন নিয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। বর্ষা মৌসুমে তাদের চরম সমস্যায় পড়তে হয়।
মৎস্যজীবীরা বিলে মৎস্য আহরণ করতে গেলে আওয়ামী লীগ নামধারী কতিপয় দখলদার বাহিনীর হাতে নানা ভাবে নাজেহাল হতে হয়। মানববন্ধনে বিল উন্মুক্তের দাবীতে বক্তব্য রাখেন সাইদিকুর রহমান,আনোয়ার হোসেন,মোজাহার হোসেন,আঃ মান্নান,রুবেল হোসেন সহ আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ বিল তাদের কবজায় রাখে। উল্লেখ্য দেওপাড়া বিলমাললী বিলে প্রায় সাড়ে ১৪ শত বিঘা মালিকানা ও প্রায় ২০০বিঘা খাস জমি জমা রয়েছে। এ সমস্ত জমিজমা চাকরিজীবীরা ভূমিহীন সেজে লিজ গ্রহণ করেন। খাস জমি জমার পাশে শত শত একর কৃষকের নিজস্ব সমপত্তি রয়েছে। সেগুলোতে তারা দখলে নিয়ে মাছ চাষ করেন। কৃষকদের তারা কোন রকম সুযোগ সুবিধা দেন না বলে জানান, বিলধারের লোকজন।
মানববন্ধন সুত্রে জানায়, লিজ গ্রহীতারা হলেন আওয়ামী লীগ নেতা আল মামুন প্রাং ,কছিমুদ্দিন সরদার,আশরাফুল ইসলাম বাবু,গুলবর রহমান,আতাউর রহমান,আঃ খালেক,আঃ রশিদ,আইনাল শেখ,রেজাউল করিম,আব্দুল,সোহরাব হোসেন দুলাল,আমজাদ হোসেন,সোহেল খান সহ আরও অন্তত ২০ জন প্রভাবশালী রয়েছেন।
উপজেলা প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও শীর্ষ আওয়ামী লীগ নেতাদের হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা খাইয়ে,কোটি কোটি টাকা কামিয়েছেন তারা।এবিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।
Leave a Reply