1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
প্রত্যয় সাহা'র কবিতা- "আমাদের বেঁচে থাকা" - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

প্রত্যয় সাহা’র কবিতা- “আমাদের বেঁচে থাকা”

  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার পঠিত

~ প্রত্যয় সাহা-

আমাদের যা কিছু নিয়ে মূলত দুর্দশা,

সেগুলো কাটিয়ে উঠতে পারবো না কখনোই,

নিজের মানুষ গুলো শুইয়ে দিচ্ছে সুনিপুণ ভাবে;

আমার আর পাখি হওয়া হবে না বোধহয় ।

আমি তো চড়ুই হতে চেয়েছিলাম,

শৈশব থেকে দুর্দশা পেড়িয়ে আসতে আসতে;

ট্রাফিকের মতো আমার ঈশ্বরও আজকাল বকশিস চায়।

আমি বরং রং হতে পারি; দেওয়াল হতে পারো তুমি;

সাদা কালো কিংবা বিষন্ন অন্ধকারে রঙিন দেওয়াল।

 

অনেকেই ভালো হতে গিয়ে সুখ কেড়ে নিয়েছ,

আফসোস নেই , নেই উৎকণ্ঠা।

 

উচ্ছলতার নদী দখল নিয়েছে কে রিদিতা?

দ্যাখো; আমাদের নদী হবারও কথা ছিল –

বয়ে চলার কথা ছিল মনুষ্য জীবনের পথে।

একদিন বললে মানুষ হতে মানুষ হলাম ; তারপর-

নিজেকে পাচ্ছি না, চোখে বিষন্ন অন্ধকার।

 

তবুও তোমাদের গ্ৰহে;নিজের অস্তিত্ব পেলে-

একটা জীবন মানুষের মতো কেটে যেতো।

অথচ; দ্যাখো – ভাত ও রুটির জন্য বেঁচে থাকা,

ভালো থাকার জন্য বেঁচে থাকা শিখতে পারিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!