যতই হোক অনাদর যত অপচেষ্টা,
নিভে যাক হাজার প্রদীপ, জ্বলুক শুধু একটা।
আসবে আসুক শত ছায়াহীন অপশক্তি,
আমি নির্ভিক, আমি দামামা, আমি হেভিওয়েট রণরক্তি।
আমি মানবতা,আমি সীমাহীন
তাদের বিরুদ্ধে আমি,যারা মারছে বিবেক দ্বিধাহীন
আমি সোচ্চার, আমি ডঙ্কার ,আমিই অগ্রগামী
মাঠে নাচছে কাঠের পুতুল, হাসছে লোলুপস্বামী!
শিরোনাম করি ছিন্ন ভিন্ন, দু চোখ করি লাল
লালের জোয়ারে ভেসে যাবে সব, আসবে নতুন কাল।
আমি তোমার চরণের দাস নয়,
আমি তোমার চাটার দলে নয়,
আমি দীপ্ত ,আমি প্রজ্ঞা
আমি ক্ষীপ্ত, রণ ঝংকার
আমি মুক্ত, আমি স্বাধীন
আমি স্বাধীন ধারায় যুক্ত।
আমি রণ উল্লাস ,নিজের দাশ নিজেরে করেছি মুক্ত।
আমি নিজের দেশের কিট নয়,
পরজীবী কোনো জীব নয়,
বুক চিরে দেখ লেলিহান শিখা
জ্বলছে এ কোনো ভুল নয়।
আমি নই কেতা দুরস্ত ভৃত্য
আমি অগ্নিশর্মা – রুদ্রবর্মা
করি দানবের বুকে নৃত্য!
আমি সিংঘনাদের অশ্রুবারি ,
অতি সাধারণের রণ তরবারি,
ঝলকিয়া উঠি পলক ফেলিতে
বৈষম্যের মুন্ডু ছিড়ে
দুই ফালে করি খন্ড।
রক্তের দাম শোধিতে হবে,
কাফনের দাম গুনিতে হবে,
আর কত কাল থাকবি নীরব!
সাবধান হ! সাবধান ওরে ভন্ড!
নাই পিছুটান, নাই কোনো ভয়
নাই সুবিচার , নাই পরাজয়
নাই! নাই! আর কোন পথ নাই খোলা,
আসছে ফাগুন দ্বিগুণ হবো,
বাজুক দামামা, লাগুক হৃদয়ে দোলা।
ক্ষনদার আমি শবানুদমন ,
আজ এই ক্ষণে করি এই পণ ,
হও হুশিয়ার হও আগুয়ান
লও বিষাদের তীব্র ব্যাথা
লও লও বুকে টেনে।
আমি বিশ্ব মায়ের ক্ষিপ্ত শিশু
শমনের চোখে চোখ রেখে বলি
আমি স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই
স্বাধীনতার আমি ক্ষুৎপিপাসু
Leave a Reply