নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের সঙ্গে তানোর উপজেলার ডিগ্রি কলেজের অধ্যক্ষরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার (২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা ও পৌর বিএনপির প্রধান কার্যালয়ে তাঁরা এ সৌজন্য সাক্ষাৎ করেন এবং মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় তানোর উপজেলার ১৩টি ডিগ্রী কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বিএনপি নেতা মিজান তার বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী গণআন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা, স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানান।
সাবেক মেয়র মিজান বলেন, নতুন বাংলাদেশ বির্নিমাণে শিক্ষাসহ সব ক্ষেত্রে গঠনমূলক সংস্কার করার অভূতপূর্ব সুযোগ এসেছে। এ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন, ‘ডিগ্রি পর্যায়ের কলেজ হচ্ছে যোগ্য গ্র্যাজুয়েট তৈরির অন্যতম কারখানা। এ লক্ষ্যে তানোরের ডিগ্রি কলেজ গুলোতে অধ্যায়নরত শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও আদর্শিক গুণাবলীসম্পন্ন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকভাবে ভূমিকা রাখতে হবে।’
পরে, একইদিন বিকেলে তানোর উপজেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটিতে সভাপতি পদে কৃষ্ণপুর মহিলা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে সরনজাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমারত আলীকে নির্বাচিত করা হয়েছে।#
Leave a Reply