রাজশাহী ট্রিবিউন২৪ ডেস্ক : সরকারের আশ্বাসে রাজধানীর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মকর্তা-কর্মচারীরা। দাবি বাস্তবায়নের জন্য তারা সরকারকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে জাতীয়করণ না হলে আবারও তারা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রাকিব সনেট বাংলানিউজকে এই তথ্য জানিয়েছেন।
এদিন সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ অবরোধ করেন এলজিইডির আওতায় সরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মকর্তা-কর্মচারীরা। পরে বিকেলে তাদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায়। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামের আশ্বাসে তারা বিকেল ৫টা নাগাদ শাহবাগের অবরোধ তুলে নেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রাকিব সনেট বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে আমাদের প্রতিনিধি দলের কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি। সংস্কার কমিটি বা বিশেষ কমিটি গঠনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে।
সূত্র : বাংলা নিউজ২৪।
Leave a Reply