নাবিল শাহরিয়ার বাঁধন-রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি প্রথম বারের মতো এবার রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর এই চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের উপ-কমিটির সভায় সর্বসম্মতভাবে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়। ১৪ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এই সুপারিশ বিবেচনা করা হবে। ঐ সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তও গৃহীত হয় সভায়।
এবিষয়ে জানতে চাইলে কলা অনুষদ অধিকর্তা অধ্যাপক বেলাল হোসেন জানান, আজকে উপ-কমিটির সভায় যেসকল সিদ্ধান্ত এসেছে তা নভেম্বরে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় সুপারিশ করা হবে। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। তবে সাধারণত এসব সিদ্ধান্ত অপরিবর্তিতই থাকে।
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন