1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
বাঘায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

বাঘায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১ বার পঠিত

মৌসুমী দাস, রাজশাহীঃবিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান দেশে যে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, খালেদা জিয়ার নের্তৃত্বে ও তারেক রহমানের নির্দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার সেই স্বপ্ন বাস্তবায়ন করা হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরও শক্তিশালী আন্দোলন করব।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাজশাহীর বাঘায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাদ।

আজকের এই দিনে সিপাহী-জনতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংসকারিদের পরাজিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসে, এরপর বাংলাদেশে নতুন রাজনৈতিক সূচনা হয়, সেই রাজনীতি ছিল বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, সেই রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি, সেই রাজনীতি ছিল আধিপত্যবাদকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি। আওয়ামী শাসনামলে দিবসটি ¯া^চ্ছন্দে উদযাপনও করতে পারেনি তারা।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্খিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিশালা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আমরা আজ এই স্বাধীনতা ভোগ করতে পারতাম না। অর্ন্তবর্তী সরকারের উদ্দেশ্য বলেন,সংস্কারের নামে বেশিদিন ক্ষমতায় থাকতে দেওয়া হবেনা।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেছে, নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। মানুষকে গুম করে, হাজার হাজার মানুষকে হত্যা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আমরা শপথ নিয়েছি, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব।

উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় শাহদৌলা সরকারি কলেজের সম্মেলন কক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবুলের সভাপতিতে ও বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সভাস্থল থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক, সাইফুল ইসলাম, আশরাফ আলী মলিন, মোখলেচুর রহমান মুকুল, প্রফসের ( অবঃ) রুহুল আমিন, তোজাম্মেল হক,সুরুজ্জামান সুরুজ, কামাল হোসেন, আব্দুস সালাম,আব্দুল লতিফ, সহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, সাহবাজ আলী, সেলিনা আক্তার, আহসান মাহমুদ আজমল, তৌহিদুল ইসলাম, লিয়াকত আলী, বজলুর রহমান, আবদুল কাদের মোল্লা, ফিরোজ আহমেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।

দিবসটি উপলেক্ষে আরো পৃথক দুটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একটিতে নের্তৃত্বে দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আরেকটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।

উপস্থিত ছিলেন, বিএনপির মজিবর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সোহেল রানা, কৃষক দলের হিটলার মন্ডল, সিরাজুল ইসলাম সিন্টু, তানভীর আহম্মেদ (পিয়াস), জাহাঙ্গীর আলম রনি, আমির হাসান রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!