রাজশাহী ট্রিবিউন২৪ ডেস্ক : পাকিস্তানে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্টে ভারত আগে থেকেই না যাওয়ার কথা জানিয়ে দেয়। এবারও হয়নি তার ব্যতিক্রম। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সেখানে খেলতে যাবে না ভারত, এমন খবরই প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
তাদের করার প্রতিবেদন থেকে জানা যায়, ইতোমধ্যে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না যাওয়ার বিষয়টি আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। দল পাঠাতে বিসিসিআইকে নিষেধ করেছে ভারত সরকার।
পাকিস্তানে যদি ভারত না যায় সেক্ষেত্রে ‘হাইব্রিড মডেল’ ফলো করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এভাবে অবশ্য টুর্নামেন্ট আয়োজন করবেন না বলে জানিয়েছেন দেশটির বোর্ড সভাপতি মহসিন নাকভি। তার ভাষ্য, ‘এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি। এমন টুর্নামেন্ট আয়োজন করতেও আমরা রাজি নই। ভারতীয় গণমাধ্যমে এমনটা বলা হলেও পিসিবির কাছে (ভারত) আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি।’
আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। ৯ মার্চ ফাইনালের মাধ্যমে পর্দা নামার কথা আসরটির।
সূত্র : বাংলা নিউজ২৪।
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন