নেত্রকণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলা পরিদর্শনে যান জেলা প্রশাসক বনানী বিশ্বাস। ওইদিন উপজেলার চাঁনগাও সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে প্রায় আধা ঘণ্টা ক্লাস নেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন।
ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশে বনানী বিশ্বাস বলেন, নিয়মিত পড়াশোনা ছাড়া ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। অধ্যবসায়ী মানুষ সফল হবেই। মন দিয়ে পড়াশোনা করতে হবে। যার স্কিল বেশি থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে। তথ্য ও প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধন করে নিজেদেরকে সেরা স্থানে নিয়ে যেতে হবে। বাবা-বাবা-মায়ের কথা শুনতে হবে। শিক্ষকরা যে পড়াশোনা দেন তা জমিয়ে রাখা যাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। কখনো হতাশ হবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।
শিক্ষার্থী তাজিমুল আলম বলেন, ডিসি স্যার যখন ক্লাসে ঢোকেন। তখন বুঝতেই পারিনি তিনি ডিসি। অল্প সময়ের জন্য হলেও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি আমাদের ক্লাস নেবেন কখনো কল্পনাও করিনি।
সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া আক্তার বলেন, ডিসি স্যার আকস্মিক স্কুলে এসে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। এরপর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে কথা করেছেন। স্যারকে এভাবে পেয়ে আমরা সবাই খুশি। শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে।
মদন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ডিসি স্যার উপজেলা পরিদর্শনে অংশ হিসেবে সাহাপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ে যান সেখানে গিয়ে শিশু শিক্ষার্থীদের সাথে মিশে যান আছি।
মদন ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রোজওয়ান ইফতেখার বলেন, জেলা প্রশাসক স্যার উপজেলা পরিদর্শনে আসেন পরে সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করার সময় একটি ক্লাস নেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, শিশু শিক্ষার্থীদের কাছে পেয়ে ছেলেবেলায় হারিয়ে গিয়েছিলাম। কোমলমতি শিশুদের সঠিক ভাবে গাইডলাইন দিলে তাদের মেধা বিকাশ ঘটবে। শিক্ষকদের তিনি যত্নশীল হয়ে কোমলমতি শিশুদের পাঠদানের পরামর্শ দেন।
Leave a Reply