ফিরোজুল ইসলাম ফিরোজ, মোহনপুর : ২১ আগস্ট অর্ন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস. এম. হুমায়ুন কবীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
তারই প্রেক্ষিতে সরকারের প্রজ্ঞাপনের আলোকে রাজশাহী মোহনপুর উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আয়েশা সিদ্দিকা এর সাক্ষরিত এই স্মারকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আয়েশা সিদ্দিকা এবং সদস্য সচিব (পদাধিকার বলে) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সঈদ আলী রেজা।
এছাড়া অ্যাডহক কমিটির বাকি ৫ সদস্য হলেন, ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, হাসান আলী বিপুল , সর্বজন শ্রদ্ধেয় ক্রীড়ানুরাগী ক্যাটাগরিতে জাহাঙ্গীর আলম, ক্রীড়া ছাত্র প্রতিনিধি, আজিম উদ্দিন, ক্রীড়া সম্পৃক্ত কোচ মিজানুর রহমান এবং ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে সাংবাদিক ফিরোজুল ইসলাম।পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।
Leave a Reply