ফয়সাল চৌধুরী , আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার আটপাড়ায় ১১ নভেম্বর সোমবার সকাল ১১ টায় নব- যোগদানকারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট বনানী বিশ্বাস পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি বানিয়াজান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বানিয়াজান সরকারী সি.টি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় শেষে কৃষি অধিদপ্তরের কৃষি প্রনোদনায় কৃষকদের মাঝে সরিষা ও সার বিতরণ উদ্ধোধন করেন। এছাড়া প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্তীদের মাঝে চারাগাছ বিতরণ করেন।
মতবিনিময় সভায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে তিনি বলেন, মাদকের সাথে জড়িতদের তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। উপজেলাকে মাদকমুক্ত করতে সর্বসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান করেন তিনি। উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান অব্যাহত রেখে একটি মাদকমুক্ত উপজেলা উপহার দিবে বলে তিনি আশ্বস্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান এঁর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply