1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
নাজনীন হাসান খানের ‘পিরিতের প্রফেসর’ - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

নাজনীন হাসান খানের ‘পিরিতের প্রফেসর’

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : এবার স্যাটায়ার কমেডি ধাঁচের নাটক নির্মাণ করলেন নির্মাতা নাজনীন হাসান খান। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান।অপর্ণা রানী রাজবংশী রচিত নাটকটিতে দেখা যাবে, প্রফেসর আ খ ম হাসানের একান্ত বাধ্যগত ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন পুনম হাসান জুঁই।

গল্পে দেখা যাবে, গ্রামের ছেলে আশিক ছোটবেলা থেকে ইশিতাকে মনে প্রাণে ভালোবাসে কিন্তু কিনোদিনও তা মুখ ফুটে বলতে পারেনি। কারণ তার মধ্যে এতো লজ্জা কাজ করে যে সেটা বলাই বাহুল্য। আশিক কোনো উপায় অন্তর না পেয়ে গ্রামের মধ্যে পাণ্ডিত্যের টুল খুলে বসে।পিরিতের প্রফেসর হিসাবে গ্রামের সবাই এক নামে তাকে চিনে, এমনভাবে যুক্তি দেখায়, যেন প্রেম গবেষক এমন পণ্ডিত পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সেই জন্য গ্রামের ছেলে বুড়ুা সবাই তার কাছে ছুঁটে যায় প্রেমের তালিম নিতে।

ইশিতা স্বপ্ন দেখে শহরের কোনো ছেলের সঙ্গে তার প্রেম হবে, তারপর দু’জনে বিয়ে করে ঢাকার শহরে ঘুরে বেড়াবে। তার সেই স্বপ্ন পূরণ করতে ছুঁটে যায় আশিকের কাছে ট্রেনিং নিতে। আশিকের তালিম নিয়ে ইশিতা সফল হও। কিন্তু ভার্চুয়াল জগতের প্রেম-ভালোবাসা যে ফাঁদে ভরা, তা সে জানতো না। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকটির গল্প।

নাট্যকার অপর্ণা রানী রাজবংশী বলেন, প্রযুক্তির কল্যাণে মানুষ যেন আজ ধরাকে সরা জ্ঞান করছে। কোনো কিছুতেই তারা আজ সীমাবদ্ধ নয়। এত সুযোগ-সুবিধা গ্রহণ করার পরও মানুষের সন্তুষ্টি বলতে কিচ্ছু নেই আজ। গল্পে সে রকমই একটি ব্যতিক্রমধর্মী চরিত্রের রূপ দেওয়া হয়েছে।

নির্মাতা নাজনীন হাসান খান বলেন, ভার্চুয়্যাল জগতের সবকিছুতে না বুঝে ঝাপিয়ে পড়া ঠিক না। সেখানে রয়েছে নানান ধরনের বিপদ, ফাঁদ। যা ক্ষেত্র বিশেষে মানুষের জীবন থেকে জীবনও কেড়ে নেয়। তেমনি ঘটতে যাচ্ছিল একটি অসচেতন মেয়ের জীবনে। সুনিপুণ রচনা শৈলীর মাধ্যমে সে ধরনের ত্রুটিযুক্ত জীবন থেকে ফিরে আনা হয় মেয়েটিকে। এতে করে সে নতুন জীবন পায়। এমনই টুইস্ট, কমেডি এবং জনসচেতনতামূলক গল্প পিরিতের প্রফেসর।

এতে আরও রয়েছেন তারিক স্বপন, সাহেলা আক্তার, ফাহমিদা রহমান তৃষা, ফরিদ হোসেন, ইমরান আহমেদ প্রমুখ। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

সূত্র : বাংলা নিউজ২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!