নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যের আলোকে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে, একইস্থানে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসও পালিত হয়েছে।
তানোর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওহাব শেখ প্রমুখ।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে, পৃথক দুটি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসব অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানরা ছাড়াও গণমাধ্যমকর্মী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#
Leave a Reply