নিজস্ব প্রতিবেদক, তানোর : বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাজশাহীর তানোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, তানোর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
পরে উপজেলা প্রশাসনিক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানাবাস হাসদাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওহাব শেখ সহ অনেকে ১৪ ডিসেম্বরের গণহত্যার স্মৃতিচারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খানের সঞ্চালনায় এসময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন