1. admin@rajshahitribune24.com : admin :
  2. rajshahitribune192@gmail.com : editor man : editor man
তানোর ইসলাহিয়া স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন - Rajshahi Tribune24 | রাজশাহী ট্রিবিউন২৪
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

তানোর ইসলাহিয়া স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরশহরে সিন্দুকাই এলাকায় নবনির্মিত ইসলাহিয়া স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় তানোর ইসলাহিয়া শিশু সদন ও মাদরাসা সংলগ্ন এলাকায় এ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখা ও স্থানীয় সুধী সমাজের যৌথ আয়োজনে সিন্দুকাই ইসলাহিয়া মাদরাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডি. এম আক্কাশ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা কর্মপরিষদ সদস্য ড. ওবাইদুল্লাহ সহ অনেকে।
এ সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা ও পৌর এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহায়তায়, দুবাই চ্যারিটি অ্যাসোসিয়েশন- বাংলাদেশ অফিসের তত্ত্বাবধানে তানোর পৌর সদরের সিন্দুকাই এলাকায় নবনির্মিত এ স্বাস্থ্য কেন্দ্রটির সার্বিক কাজ বাস্তবায়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2022 রাজশাহী ট্রিবিউন ২৪
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!