নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে অটো ভ্যানের ধাক্কায় শাফিউল ইসলাম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বেলা ৩টায় উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাফিউল ইসলাম উপজেলার দুবইল গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান ও শাহানারা দম্পত্তির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। ওসি বলেন, রোববার দুপুর পর শিশু শাফিউল নিজের বাড়ির পাশের রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি অটো ভ্যানের সাথে তাঁর ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় পথচারী শিশু শাফিউলকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান,‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিস্তারিত জেনেছি। অজ্ঞাত ওই অটোভ্যান চালকের খোঁজ চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’#
সম্পাদক ও প্রকাশক : মো. মিজানুর রহমান।
বার্তা সম্পাদক : বকুল হোসেন, সহ-বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ শাওন